সুনামগঞ্জ সদরে চপল, শান্তিগঞ্জে অভি ও মধ্যনগরে রাজ্জাক ভূঁইয়া বিজয়ী

 প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন   |   সারাদেশ

সুনামগঞ্জ সদরে চপল, শান্তিগঞ্জে অভি ও মধ্যনগরে রাজ্জাক ভূঁইয়া বিজয়ী


শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ) :

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ও শেষ ধাপে সুনামগঞ্জ সদরসহ তিন উপজেলায় উৎবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল- (মোটর সাইকেল) প্রতীকে তাঁর প্রাপ্ত ভোট-৩৫ হাজার ৩৮৬, নিকতম প্রতিদ্বন্দ্বী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা ফজলে রাব্বী স্মরণ (আনারস) প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৯৩ ভোট।


এদিকে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক পরিকল্পনামন্ত্রী এমপি এমএ মান্নান পুত্র উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাদাত মান্নান অভি (আনারস) প্রতীকে ৪১ হাজার ৩২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৩৮৬ ভোট।


এদিকে নবগঠিত মধ্যনগর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আব্দুর রাজ্জাক ভূঁইয়া (মোটরসাইকেল) প্রতীকে তাঁর প্রাপ্ত ভোট ১২ হাজার ৮৫৩, নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান (কাপপিরিচ) প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৯১৭ ভোট।

সারাদেশ এর আরও খবর: